বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ফের সৌদি সফরে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি

ফের সৌদি সফরে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি

আবারও সৌদি আরব সফরে গেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। এর আগে সৌদি আরবে গিয়েই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন । দেশে ফিরে সেই অবস্থান থেকে সরে আসেন তিনি।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল  সৌদি আরব পৌঁছেছেন হারিরি। সেখানে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন তিনি। গত ৪ নভেম্বর সৌদি সফরে গিয়ে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। পদত্যাগের কারণ হিসেবে ইরান সমর্থিত শিয়াপন্থি সংগঠন হিজবুল্লাহকে দায়ী করেন তিনি। হারিরি বলেছিলেন, খুন হওয়ার ভয়েই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে বিশ্লেষকদের দাবি, সৌদি আরবের চাপেই পদত্যাগ করেছেন তাদের মিত্র হারিরি। হিজবুল্লাহর মুখোমুখি হতে ব্যর্থ হওয়ায় তাকে ‘সরিয়ে দিয়েছে’ সৌদি কর্তৃপক্ষ। তবে তার পদত্যাগের সিদ্ধান্ত মেনে নেননি লেবানিজ প্রেসিডেন্ট মিশেল আউন। তিনি জানিয়েছিলেন, দেশে ফিরে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সিদ্ধান্ত নেবেন তিনি।

সর্বশেষ খবর