শুক্রবার, ২ মার্চ, ২০১৮ ০০:০০ টা
সীমান্ত উত্তেজনা

ভারত-পাকিস্তান আলোচনা দরকার : যুক্তরাষ্ট্র

কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলে গত কয়েক দিন ধরে বেশ উত্তেজনা চলছে। সীমান্তে ক্রমবর্ধমান এ উত্তেজনা নিয়ে দেশ দুটিকে সংলাপে বসা দরকার বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেথার নয়েখত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যকার উত্তেজনা হ্রাসে যুক্তরাষ্ট্র কী ভূমিকা রাখতে পারে সংবাদ সম্মেলনে এমন এক প্রশ্ন করা হয়েছিল মুখপাত্র নয়েখতকে। এর উত্তরে তিনি বলেন, ‘আমরা মনে করি উভয়পক্ষকে অবশ্যই বসা উচিত এবং এ নিয়ে আলোচনা করা দরকার। আফগান শান্তি আলোচনা নিয়েও প্রশ্ন করা হয়েছিল পররাষ্ট্র দফতরের ওই মুখপাত্রকে। এ ধরনের  কোনো আলোচনা আফগানিস্তানের নেতৃত্বেই হওয়া উচিত এবং যুক্তরাষ্ট্রের নীতিও এমন বলে জানিয়েছেন তিনি।  এক্সপ্রেস ট্রিবিউন।

 

সর্বশেষ খবর