শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

হোয়াইট হাউসের দিন শেষ হচ্ছে ট্রাম্পের মেয়ে-জামাতার

হোয়াইট হাউসের দিন শেষ হচ্ছে ট্রাম্পের মেয়ে-জামাতার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়ে ও উপদেষ্টা ইভানকা এবং তার (ইভানকা) জামাই জ্যারেড কুশনারের কর্মকাণ্ড নিয়ে হতাশ হয়ে ওঠছেন। এ হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে তাদের নিজের প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন ট্রাম্প। এজন্য হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন খ্যাতনামা দৈনিক নিউইয়র্ক টাইমস ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে চমকপ্রদ এ খবর দিয়েছে। ফলে হোয়াইট হাউস থেকে যেকোনো মুহূর্তে ইভানকা ও কুশরারের বিদায় হতে পারে। বুধবার হোয়াইট হাউসের যোগাযোগ প্রধান হোপ হিকস (২৯) পদত্যাগ করেন। বিশ্বস্ত এ উপদেষ্টার পদত্যাগের ঘোষণার মাঝেই ইভানকা ও কুশনারকে বরখাস্ত করা হচ্ছে বলে নিউইয়র্ক টাইমসের খবর। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প শিবির ও রাশিয়ার কথিত আঁতাত তদন্ত করছেন সরকারের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার। এ তদন্তে ইতিমধ্যে নাম এসেছে ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা কুশনারের। এর মাঝে সম্প্রতি স্থানীয় একটি দৈনিকের খবরে বলা হয়, কুশনারের দুর্বলতা (শীর্ষস্থানীয় ব্যবসায়ী হওয়ায় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া চুক্তিতে নিজের স্বার্থ হাসিল করাই তার আসল উদ্দেশ্য) কাজে লাগিয়ে চারটি দেশ নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এ দুটি ইস্যু ছাড়াও কয়েকটি ইস্যুতে ইদানিং বেশকিছু নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন কুশনার। তাই বিশেষ করে কুশনারকে নিয়ে ট্রাম্প হতাশ বলে নিউইয়র্ক টাইমসের খবর। এ খবর প্রকাশের দিনই আরেক প্রভাবশালী গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইভানকার একটি আন্তর্জাতিক ব্যবসায়িক চুক্তি খুঁটিয়ে দেখছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে খবরে বলা হয়, কানাডার ভ্যানকুভের শহরে ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার’ নির্মাণ ঘিরে আলোচনাও এতে অর্থায়নের বিষয়টি তদন্ত করে দেখছে সংস্থাটি। নিউইয়র্ক টাইমসের খবরে আরও বলা হয়, চিফ অব স্টাফ জন কেলিও ইভানকা এবং তার জামাতা কুশনারের কর্মকাণ্ডে নাখোশ বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই হোয়াইট হাউসের ‘ওয়েস্ট উইং’এ বিশৃঙ্খলা চলছে। নিয়োগ পাওয়ার পর থেকেই সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন সাবেক এই মেরিন জেনারেল। ইভানকা ও কুশনারের কর্মকাণ্ড ঘিরে অসন্তুষ্টি এবং ওয়েস্ট উইংয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গিয়ে এ দুজনের সঙ্গে মতপার্থক্য তৈরি হয়েছে জন কেলির। এদিকে, ‘এক্সিয়স’ নামে স্থানীয় একটি গণমাধ্যম গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, জাভানকা (জ্যারেড কুশনার ও ইভানকা) ও কেলির মধ্যে ক্ষমতার লড়াই চলছে। বিজনেস ইনসাইডার, সিএনএন।

সর্বশেষ খবর