শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পূর্ব ঘুটায় ৫ ঘণ্টার মানবিক বিরতি যথেষ্ট নয় : জাতিসংঘ

১৩ দিনে নিহত ৬৭৪

পূর্ব ঘুটায় ৫ ঘণ্টার মানবিক বিরতি যথেষ্ট নয় : জাতিসংঘ

সিরিয়ায় পূর্ব ঘুটায় সরকারি বাহিনীর বিমান হামলায় রাশিয়া প্রস্তাবিত পাঁচ ঘণ্টার ‘মানবিক বিরতি’তে খুব একটা লাভ হচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটির একজন কর্মকর্তা বলেন, বেসামরিকদের কাছে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দিতে আরও সময় প্রয়োজন। সাত বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পূর্ব ঘুটায় নতুন করে তাণ্ডব শুরু হয়েছে। বৃহস্পতিবারই অস্ত্রবিরতির মাঝেই এক বিমান হামলায় ১১ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ১৩ দিনে ৬৭৪ জন মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরামর্শক জ্যান এগল্যান্ড বলেন, ‘আপনারা সিরিয়ায় সাহায্য করতে ব্যর্থ হচ্ছেন। পূর্ব ঘুটায় কোনো আন্তর্জাতিক আইনই মানা হচ্ছে না।’ পূর্ব ঘুটায়  প্রায় চার লাখ মানুষের বসবাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের দখলে রয়েছে। রাজধানী দামেস্কের কাছে অবস্থিত এটিই সর্বশেষ এলাকা, যেটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটির পুনর্দখল নিতে চলতি মাসের ১৮ তারিখ থেকে  অভিযান জোরাল করে সরকারি বাহিনী। এদিকে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র উপকরণ পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। গতকাল তারা জানায়, রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরোধী তারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আফরিনে ৮ তুর্কি সেনা নিহত : সিরিয়ার উত্তরে আফরিনে কুর্দি বাহিনীর পাল্টা হামলায় একদিনেই তুরস্কের ৮ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবারের যুদ্ধে আরও ১৩ সেনা আহত হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে তুর্কি সামরিক বাহিনী। জানুয়ারিতে কুর্দি অধ্যুষিত অঞ্চলটিতে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর এদিনই আঙ্কারা সবচেয়ে বেশি প্রাণহানি দেখল। আলজাজিরা।

সর্বশেষ খবর