শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জার্মানিতে মহাজোট না নতুন নির্বাচন?

ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি। দেশটিতে সাধারণ নির্বাচন হয়েছে পাঁচ মাস আগে। কিন্তু এখনো সরকার গঠন হয়নি। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের দল ভোটে বেশি আসন পেলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে এতদিন তিনি বিভিন্ন দলের সঙ্গে ধর্ণা দিয়ে মহাজোট সরকারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে আগামীকালই জানা যাবে দেশটিতে মহাজোট সরকার আসছে না নতুন নির্বাচন? দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) সদস্যদের ভোট গণনার ফলাফল ইতিবাচক হলে নতুন মহাজোট সরকার ক্ষমতায় আসবে। গতকাল মধ্যরাত পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এসপিডি সদস্যরা। সেই ফলাফলের উপর জার্মানির আগামী সরকার গঠন নির্ভর করছে। ফলে জার্মানিসহ ইউরোপ অধীর আগ্রহে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। শনিবার রাতে গণনার শেষে রবিবার সকাল ৯টা নাগাদ ফলাফল ঘোষণা করা হবে। দলের চার লাখ ৬৩ হাজার ৭২৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। বিদেশে বসবাসরত প্রায় ২,৩০০ সদস্যের জন্য অনলাইন ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

সর্বশেষ খবর