শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সংক্ষেপে

রুশ সাইবার হামলা

জার্মানির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকটি কম্পিউটার নেটওয়ার্ক সাইবার হামলার শিকার হয়েছে।

দেশটির আইনপ্রণেতারা জানিয়েছেন, কয়েক মাস ধরে এ হামলা চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, রুশ হ্যাকাররা এ হামলা চালাচ্ছে। ডয়েচে ভেল।

সেনা গাড়িবহরে হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল মার্কিন মিত্র বাহিনীর একটি গাড়িবহর লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত চারজন। কাবুলের যে জায়গাটিতে হামলার এ ঘটনা ঘটেছে সেখানে অনেক বিদেশি বসবাস করে। হামলার দায় তাত্ক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। ডন অনলাইন।

আগুনে নিহত ২৪

আজারবাইজানের রাজধানীর বাকুতে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে আগুন লেগে ২৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে আগুন লাগে। ঘটনার সময় বেশিরভাগ লোকেই ঘুমিয়ে ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রাজধানী বাকুতে রিপাবলিকান ড্রাগ অ্যাবিউজ ট্রিটমেন্ট সেন্টারে অগ্নিকাণ্ড ঘটে। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর