শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মেক্সিকোয় মার্কিন রাষ্ট্রদূত জ্যাকবসনের পদত্যাগ

মেক্সিকোয় মার্কিন রাষ্ট্রদূত জ্যাকবসনের পদত্যাগ

মেক্সিকোয় নিয়োজিত যুক্তরাষ্ট্রের প্রথম নারী  রাষ্ট্রদূত রবার্টা জ্যাকবসন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগের কথা জানান। গত বছর ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদ ছেড়ে দেওয়ার যে হিড়িক চলছে, জ্যাকবসন তাতে শামিল হলেন। এই নারী কূটনীতিক এমন এক সময়ে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট উত্তর আমেরিকার দেশগুলোর সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) বাতিল ও সীমান্তে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকো থেকে আদায়ের ধারাবাহিক হুমকি দিয়ে যাচ্ছেন। ‘৩১ বছর যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কাজ করার পর মের শুরুতে নতুন সম্ভাবনার খোঁজে দায়িত্ব ছাড়ছি। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে দৃঢ় ও গুরুত্বপূর্ণ সম্পর্কের  কথা জেনেই দায়িত্ব ছাড়ছি। একসঙ্গে আমরা অনেক শক্তিশালী,’ টুইটারে দেওয়া বিবৃতিতে বলেন জ্যাকবসন। গার্ডিয়ান।

সর্বশেষ খবর