শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বুরকিনা ফাসোর ফরাসি দূতাবাসে হামলা

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুতে সেনাবাহিনীর সদর দফতর এবং ফরাসি দূতাবাসসহ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে নিরাপত্তা বাহিনীর সাতজন ও চার হামলাকারী নিহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ফরাসি দূতাবাসে চার হামলাকারী এবং সামরিক সদর দফতরে দুই হামলাকারী নিহত হয়। দেশটিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত একে ‘সন্ত্রাসী’ হামলা বলে অভিহিত করেছেন।

এ হামলার দায় তাত্ক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। দেশটিতে মাঝে মাঝেই হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল কায়েদা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা স্থানীয় সময় গতকাল সকাল ১০টার দিকে মুখোশ পরে সামরিক সদর দফতরে হামলা চালায়। পরে ফরাসি দূতাবাসে হামলার ঘটনা ঘটে।

ওয়াগাদুগুর মেয়র ফ্রান্সের ‘লা মদেঁ’ পত্রিকাকে বলেছেন, ‘এটি দৃশ্যত জঙ্গি হামলা।’ বিবিসি

সর্বশেষ খবর