রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সুযোগ থাকলে পাল্টে দিতাম সোভিয়েতের পতন : পুতিন

সুযোগ থাকলে পাল্টে দিতাম সোভিয়েতের পতন : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কোনো ঘটনা পাল্টে দেওয়ার সুযোগ থাকলে তিনি গত শতকের নব্বইয়ের দশকে হওয়া সোভিয়েত পতনের ঘটনা পাল্টে দিতেন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে শুক্রবার কালিনিনগ্রাদে সমর্থকদের প্রশ্নের জবাবে দীর্ঘদিন পুতিন এ মন্তব্য করেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শুক্রবার রাশিয়ার ইউরোপ অংশে যান পুতিন। তখন সমর্থকদের করা প্রশ্নের তাত্ক্ষণিক জবাব দেন তিনি। ২০০৫ সালে দেওয়া এক ভাষণে পুতিন ১৯৯১ সালের সোভিয়েত পতনকে বিংশ শতাব্দীর ‘সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয়’ অ্যাখ্যা দিয়েছিলেন। আগামী ১৮ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রেসিডেন্ট পুতিনই জয়লাভ করছেন বলে জরিপে বলা হচ্ছে।

সর্বশেষ খবর