রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

যৌথ তথ্য কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া-চীন

চাঁদ ও গভীর মহাকাশ সংক্রান্ত প্রকল্পগুলোতে পরস্পরকে সহযোগিতার লক্ষ্যে একটি যৌথ তথ্য কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া ও চীন। এ লক্ষ্যে দেশ দুটি নীতিগতভাবে সম্মত হয়েছে। রাশিয়ার মহাকাশ সংস্থা ‘রসকসমস’ গতকাল এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, চাঁদে মিশন পাঠানো কর্মসূচিতে পরস্পরকে সহযোগিতার সম্ভাবনার বিষয়টিও ভেবে দেখছে দেশ দুটি। রাশিয়ার ২০২২ সালে চাঁদে ‘লুনা-২৬’ নামে একটি মিশন পাঠানোর কথা। আর চীনও পরের বছর চাঁদের দক্ষিণ মেরুতে তাদের নভোচারী পাঠাতে চায়।  উল্লেখ্য, চাঁদ ও মহাকাশ গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে দেশ দুটি সম্প্রতি একটি এমওইউ করেছে। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর