মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ঝুলন্ত পার্লামেন্টের দিকে ইতালি

ইতালির এবারের সাধারণ নির্বাচনে যে আভাস মিলেছে তাতে অনেকটা নিশ্চিত দেশটিতে এবার কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। অর্থাৎ ঝুলন্ত পার্লামেন্ট হচ্ছে। বুথফেরত জরিপ বলছে রবিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি প্রতিদ্বন্দ্বিতা না করেও যে কারিশমা দেখাতে চেয়েছিলেন তাতে তিনি কিছুটা সফলতার দিকে যাচ্ছেন। আর ক্ষমতাসীন মধ্য-বামপন্থী দল তৃতীয় অবস্থানে রয়েছে। আর বেশিরভাগ ভোট পড়েছে ডানপন্থীদের ঝুলিতে। জোট জয় পেয়ে গেলেও কর কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ৮১ বছরের বেরলুসকোনি আগামী বছরের আগে ক্ষমতা গ্রহণ করতে পারবেন না। ইতালিতে সরকার বিরোধী ফাইভ-স্টার মুভমেন্টকে ঠেকাতে মধ্য-ডানপন্থী জোট গঠন করেন বেরলুসকোনি। তার দল ফোরসা ইতালিয়া’র সঙ্গে যোগ দেয় উগ্র ডানপন্থী লিগ অ্যান্ড ব্রাদার্স অব ইতালি। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, বেরলুসকোনির দল ‘ফোরসা ইতালিয়া’, কট্টর ডানপন্থী দল নর্দার্ন লিগ এবং ব্রাদার্স অফ ইতালি এই তিন দলের জোট পেয়েছে ৩৭ ভাগ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা অতিবামপন্থী ফাইভ স্টার মুভমেন্ট বা এমফাইভএস পেয়েছে ৩১ ভাগ ভোট। ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ২৩ ভাগ ভোট। মাত্তেও সালভিনির অ্যান্টি-ইমিগ্র্যান্ট নর্দার্ন লিগ পেয়েছে ১৮ ভাগ ভোট। বেরলুসকোনির দল একা পেয়েছে ১৪ ভাগের কম ভোট। সরকার গঠনের জন্য প্রয়োজন ৪০ ভাগ ভোট। ফলে বেরলুসকোনির জোটকে ক্ষমতায় যেতে হলে অন্য কোনো দলের কাঁধে ভর দিতে হবে।

চূড়ান্ত ফলাফল যদি ঝুলন্ত পার্লামেন্টের আভাস দেয়, তবে প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা পরবর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেবেন। ২০১৩ সালেও একই ঘটনা ঘটেছিল, তৎকালীন প্রেসিডেন্টকে সরকার গঠনের দায়িত্ব নিতে হয়েছিল। বিশ্লেষকদের ধারণা, প্রেসিডেন্ট মাতারেল্লা বর্তমান প্রধানমন্ত্রী পাওলো জেন্টিলোনিকে তার দল পিডি’র নেতৃত্বে সরকার গঠন করতে বলবেন। এবারের নির্বাচনে অনেক কম ভোটার ভোট দিয়েছেন। ভোট পড়েছে মাত্র ৫৮ ভাগ, যেখানে ২০১৩ সালে পড়েছিল ৭৫ ভাগ ভোট। এএফপি, বিবিসি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর