মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভারতের চেয়ে চারগুণ বেশি প্রতিরক্ষা বাজেট চীনের

ভারতের চেয়ে চারগুণ বেশি প্রতিরক্ষা বাজেট চীনের

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় চীন চলতি বছরও তার প্রতিরক্ষা বাজেট ৮.১ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এতে করে এ বছর দেশটির প্রতিরক্ষা বাজেটের পরিমাণ দাঁড়াচ্ছে ১৭৫ বিলিয়ন ডলার (স্থানীয় মুদ্রায় যা ১.১১ ট্রিলিয়ন ইউয়ান)।  আর এ বাজেট প্রতিবেশী দেশ ভারতের প্রতিরক্ষা বাজেটের চেয়ে তিনগুণেরও বেশি। চীন তার সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য উচ্চাবিলাষী পরিকল্পনা নিয়েছে। আর প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির এ প্রস্তাব এরই অংশ। চীনের পার্লামেন্ট ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’র বার্ষিক সভা গতকাল থেকে শুরু হয়েছে। পার্লামেন্টের বার্ষিক এ অধিবেশনেই জাতীয় বাজেট প্রতিবেদন দাখিল করা হচ্ছে। আর এ বাজেট প্রতিবেদনেই ১৭৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব রাখা হয়েছে। সামরিক বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীন প্রতি বছরই তার প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে। গত বছর এ খাতে দেশটির বাজেট বরাদ্দ ছিল ১৫০.৫ বিলিয়ন ডলার যা পূর্ববর্তী বছরের চেয়ে ৭ শতাংশ বেশি। প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে বিশ্বে বরাবরই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন চলতি বছরের জন্য (২০১৮-২০১৯) ৬৮৬ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চেয়ে দেশটির কংগ্রেসের প্রতি অনুরোধ জানিয়েছে। আর এ বাজেট প্রস্তাব পূর্ববর্তী বছরের চেয়ে ৮০ বিলিয়ন ডলার বেশি। উল্লেখ্য, ভারত তার প্রতিরক্ষা খাতের জন্য চলতি বছর ৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে। এ হিসাবে প্রতিরক্ষা বাজেটে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা চীনের বাজেট ভারতের প্রায় চারগুণ। এদিকে, চীনের গণমাধ্যম দেশটির প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির যৌক্তিকতা দেখিয়েছে। দেশটির পার্লামেন্টের মুখপাত্র জ্যাং ইয়েশুইও এর পক্ষে যুক্তি দেখিয়েছেন। স্থানীয় গণমাধ্যমকে রবিবার তিনি জানিয়েছেন, বিশ্বের অন্য বড় দেশগুলোর তুলনায় চীনের প্রতিরক্ষা বাজেট তার মোট দেশজ উৎপাদন (জিডিপি) এবং জাতীয় বাজেট বরাদ্দের একটা ক্ষুদ্র অংশ মাত্র। এমনকি চীনের মাথাপিছু প্রতিরক্ষা ব্যয় বিশ্বের বড় দেশগুলোর তুলনায় কম বলেও যোগ করেন তিনি। পিটিআই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর