মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভিয়েতনামে মার্কিন রণতরী

 ভিয়েতনামে মার্কিন রণতরী

যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’ গতকাল ভিয়েতনামের বন্দরনগরী দানাংয়ে নোঙর করেছে। এটা একটি ঐতিহাসিক ঘটনা কারণ ২০ বছরের (১৯৫৫-১৯৭৫) ভিয়েতনাম যুদ্ধের চার দশক পর এই প্রথম কোনো মার্কিন রণতরী দেশটিতে পৌঁছাল। ‘কার্ল ভিনসন’ রণতরী বহরের কমান্ডার রিয়ার এডমিরাল জন ভি ফুলারও একে ‘ঐতিহাসিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন।  চীন গতকাল চলতি বছরের জন্য ১৭৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে। এর মাঝে ভিয়েতনামে মার্কিন ওই রণতরীর নোঙরের ঘটনা ঘটল। তবে এ ব্যাপারে চীনের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রণতরী ‘কার্ল ভিনসন’ দানাং বন্দরে চার দিন অবস্থান করবে বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর ওই কর্মকর্তা। অঞ্চলটিতে (দক্ষিণ চীন সাগর অঞ্চল) নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদার করতেই রণতরীটি ভিয়েতনামে এসেছে বলেও যোগ করেন এডমিরাল মুলার। উল্লেখ্য, ১৯৫৫ সালে ভিয়েতনাম যুদ্ধ শুরু হলে মার্কিন সেনারা প্রথম দানাং বন্দরেই অবতরণ করেছিল। আর ১৯৭৫ সালের ৩০ এপ্রিল দীর্ঘ এ রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি হলে মার্কিন সেনারা দেশটি ছেড়ে চলে যায়। বিবিসি, রাশিয়া টুডে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর