মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চীনা পার্লামেন্টের বার্ষিক সভা শুরু

‘আজীবন ক্ষমতার’ পথে শি

চীনা পার্লামেন্টের বার্ষিক সভা শুরু

চীনের জাতীয় পরিষদ ও শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা পরিষদের বার্ষিক সম্মেলন বেইজিংয়ে শুরু হয়েছে। তবে এবারের সভা অন্যবারের চেয়ে পুরো আলাদা। কারণ এই সম্মেলনেই নিশ্চিত হচ্ছে আজীবন দেশ পরিচালনার ক্ষমতা পাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা প্রেসিডেন্টদের দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে না পারার বিধানটি তুলে দিতে জাতীয় পরিষদে সংবিধান সংশোধনের প্রস্তাব অনুমোদিত হবে বলেও খবর বিবিসির। চীনের জাতীয় পরিষদ, ন্যাশনাল পিপলস কংগ্রেসই (এনপিসি) দেশটির পার্লামেন্টের দায়িত্ব পালন করে আসছে। এটিই রাষ্ট্রটির সবচেয়ে শক্তিশালী অঙ্গ। দু সপ্তাহ চলবে এই সভা। চলতি বছর চীনের বিভিন্ন প্রদেশ, স্বায়ত্তশাসিত এলাকা, কেন্দ্রশাসিত মিউনিসিপাল, হংকং ও ম্যাকাউ’র মতো বিশেষ এলাকা ও সেনাবাহিনীর ২ হাজার ৯৮০ জন প্রতিনিধির এনপিসির বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর