মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মার্কিন ফার্স্ট লেডিও বিদেশি

মার্কিন ফার্স্ট লেডিও বিদেশি

অভিবাসীদের নিয়ে ভীষণ চটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যারা দশকের পর দশক দেশটিতে বসবাস করছেন তাদের বিতাড়িত করতে চাচ্ছেন তিনি। তিনি আরও চান না সম্পর্কের দোহাই দিয়ে কেউ আমেরিকায় যাক। তার এই মনোভাবের পরিপ্রেক্ষিতে অর্থাৎ অভিবাসন প্রশ্নে এবার তারই পরিবারের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন বিরোধীরা। তাদের বক্তব্য ‘ফার্স্ট লেডি’ মেলানিয়া আমেরিকার নন। তার জন্ম স্লোভানিয়ায়। অভিবাসন নীতির কড়াকড়িতে তিনিও পড়েন। ফার্স্ট লেডি মেলানিয়া প্রেসিডেন্ট ওবামার আমলে ২০০১-এ তিনি তার কাজে ‘অসামান্য দক্ষতা’র স্বীকৃতিস্বরূপ মার্কিন ভিসার ইবি-ওয়ান প্রোগ্রামে গ্রিন কার্ড পান। যার পোশাকি নাম ‘আইনস্টাইন ভিসা’। যুক্তরাষ্ট্র এই ভিসা দেয় বিশেষ কিছু ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য। এটা দেওয়া হয় পাকাপাকি মার্কিন নাগরিক হওয়ার ক্ষেত্রে। সাধারণত এই ভিসা দেওয়া হয় অলিম্পিক্স খেতাবধারী প্রতিযোগী, অস্কার জয়ী অভিনেতা, নামজাদা গবেষক বা আন্তর্জাতিক ব্যবসায়ীকে। বিরোধীদের অভিযোগ, মেলানিয়া তখন শুধু ‘ট্রাম্পের বান্ধবী’ হওয়ার সুবাদেই ওই ভিসা পেয়ে যান। বিরোধীরা আরও অভিযোগ করেছেন, ট্রাম্প এবার বিশেষ কোটায় তার শ্বশুর ও শাশুড়িকে নাগরিকত্ব দিতে চলেছেন। বিরোধীদের কথা ট্রাম্প একদিকে অভিবাসীদের হটাতে একের পর এক আইন জারি করছেন অন্যদিকে কিছু অভিবাসীর ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর