বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভারত জুড়ে মূর্তি ভাঙার রাজনীতি

কলকাতা প্রতিনিধি

ভারত জুড়ে মূর্তি ভাঙার রাজনীতি

ভারতের ত্রিপুরায় ক্ষমতা দখলের পর গত সোমবার রাতেই আগরতলা থেকে ৯০ কিলোমিটার দূরে দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া শহরে বুলডোজার চালিয়ে সমাজতন্ত্রের দিকপাল ভ্লাদিমির লেনিনের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। ত্রিপুরার ওই ঘটনার বদলা নিতে ৪৮ ঘণ্টার মধ্যেই কলকাতায় ভাঙা হল জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির মূর্তি। কালো কালি দিয়ে লেপে দেওয়া হল তার মুখ। তার আগে মঙ্গলবার রাতে তামিলনাড়ুতেও এক বিজেপি নেতার উস্কানিতে সেখানকার দ্রাবিড় নেতা ও সামাজিক কর্মী ই ভি রামাস্বামী পেরিয়ারের একটি মূর্তি ভাঙচুর করার অভিযোগ ওঠে। দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পাননি দেশটির সংবিধানের রচয়িতা আম্বেদকরও। উত্তরপ্রদেশের মেরঠে ভাঙচুর করা হয় আম্বেদকরের প্রতিকৃতি। এক কথায় ভারত জুড়েই এখন চলছে মূর্তি ভাঙার রাজনীতি। ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়ে দেন তিনি। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং’এর সঙ্গেও কথা বলেছেন। এরপরই এই ঘটনা বন্ধ করতে রাজ্যগুলোকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশজুড়ে এই ঘটনার পর গতকাল মুখ খোলেন মোদি।

সর্বশেষ খবর