শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

কিমের সঙ্গে বৈঠকে সম্মতি ট্রাম্পের

কিমের সঙ্গে বৈঠকে সম্মতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনার চড়া পারদ অবশেষে কমতে শুরু করল। মাস দুয়েক আগেও চরম হুমকি-ধমকিতে লিপ্ত দুই দেশ শান্তি আলোচনার টেবিলে বসতে চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছেন। ওয়াশিংটনে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার এক দল প্রতিনিধি এ ঘোষণা দিয়েছেন। তবে উত্তেজনা উপশমে প্রথম প্রস্তাবটি দিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম। আর দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে কিমের আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন। তাতেই আলোচনায় বসার সম্মতি দেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত উত্তর কোরিয়া তাদের সব পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে। মাস দুয়েক আগে অর্থাৎ চলতি বছরের শুরুতে উত্তর কোরিয়া সরাসরি আমেরিকায় পারমাণবিক হামলার হুমকি দেয়। এর প্রতিউত্তরে ট্রাম্প উত্তর কোরিয়াকে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘোষণা দেয়। এই উত্তেজনার মধ্যে গত মাসে দক্ষিণ কোরিয়ায় আয়োজন হয় শীতকালীন অলিম্পিকের। যে প্রতিযোগিতা এই উত্তেজনাকে একেবারে ঠাণ্ডা করে দেয়। সেই প্রতিযোগিতায় অংশ নেয় উত্তর কোরিয়া। প্রতিনিধি হিসেবে যান উত্তর কোরিয়ার নেতা কিমের বোন ও দেশটির প্রভাবশালী নারী কিম ও জং। তিনি দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ নেতাদের সঙ্গে বৈঠক করেন। আর চলতি সপ্তাহের প্রথম দিকে দ. কোরিয়ার নেতারা পিয়ংইয়ংয়ে উ. কোরিয়ার নেতার সঙ্গে একটি নজিরবিহীন বৈঠক করে। সেখানেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন কিম জং উন। সেই বার্তা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল ছুটে যান যুক্তরাষ্ট্রে। গতকাল হোয়াইট হাউস থেকে বের হয়ে দ. কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চাং ইয়ুই-ইয়ং জানিয়েছেন, মে মাসের মধ্যে দুই নেতার বৈঠক বসছেন। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর