শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

তালেবানকে জাতিসংঘের আহ্বান

আফগান সরকারের দেওয়া শান্তি আলোচনার প্রস্তাব মেনে নিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের দূত তাদামিচি ইয়ামামোতো এই আহ্বান জানান। সম্প্রতি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবান দলকে রাজনৈতিক স্বীকৃতি দিয়ে শান্তি আলোচনায় বসার আহ্বান জানান। সেই আহ্বানে তালেবান বন্দীদের মুক্তি দেওয়ারও প্রতিশ্রুতি দেন। তালেবানদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে এখনো সাড়া দেওয়া হয়নি। এ অবস্থায় জাতিসংঘের পক্ষ থেকে তালেবানদের এই আহ্বান জানানো হলো।

নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের দূত তাদামিচি ইয়ামামোতো আরও বলেন, ‘তালেবান এখন নিজেদের প্রস্তাব নিয়ে এগিয়ে আসবে কিনা এবং আফগান জনগণের ভোগান্তির অবসানের জন্য সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে কিনা তা তাদের ওপর নির্ভর করছে।’ 

সর্বশেষ খবর