সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিশ্বসেরা চুক্তির প্রত্যাশা ট্রাম্পের

কিমের সঙ্গে বৈঠক

বিশ্বসেরা চুক্তির প্রত্যাশা ট্রাম্পের

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে আগামী মে মাসে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। উত্তর কোরীয় নেতার সঙ্গে এ বৈঠক বিশ্বের জন্য সেরা চুক্তি বয়ে আনতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচিতে দেশটির সঙ্গে বহু প্রতীক্ষিত একটি চুক্তির প্রসঙ্গেই এ কথা বলেছেন ট্রাম্প। তবে এ ব্যাপারে অগ্রগতি না হলে বৈঠক ব্যর্থ হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। পেনসিলভানিয়ায় শনিবার এক রাজনৈতিক সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। আসন্ন কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান দলীয় এক প্রার্থীর প্রচারাভিযানের অংশ হিসেবেই সমাবেশটির আয়োজন করা হয়েছিল। কোরীয় উপদ্বীপের উত্তেজনা হ্রাসে উত্তর কোরিয়ার সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি থেকে শুরু করে পুনর্নির্বাচনের লক্ষ্যে ২০২০ প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুও ট্রাম্পের বক্তৃতায় উঠে আসে। বক্তব্যে ট্রাম্প বলেন, ‘হে, বৈঠকে কী ঘটতে যাচ্ছে তা কে জানে? আমি বৈঠক দ্রুত ত্যাগ করতে পারি বা আমরা একত্রে বসতে পারি এবং বিশ্বের জন্য সেরা চুক্তি নিয়ে আসতে পারি।’ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আর কোনো ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করা হবে না বলে উত্তর কোরিয়া যে প্রতিশ্রুতি দিয়েছে তার প্রতি দেশটি সম্মান জানাবে বলেও বক্তৃতায় বলেছেন ট্রাম্প। বিবিসি। 

সর্বশেষ খবর