সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

১৮০ কিলোমিটার হেঁটে মুম্বাইয়ে ৩৫ হাজার কৃষক

ভারতে কৃষি নীতিতে পরিবর্তন ও ঋণ মওকুফের দাবিতে আন্দোলনে নেমেছে দেশটির কৃষকরা। এ দাবিতে মহারাষ্ট্রের প্রায় ৩৫ হাজার কৃষক ১৮০ কিলোমিটার পায়ে হেঁটে মুম্বাইয়ে পৌঁছেছে। বিধানসভা ভবনে বিক্ষোভ করার কথা রয়েছে ওই কৃষকদের। ভারত সরকার দেশটিতে ঋণ মওকুফের স্কিম চালু করলেও তারা সে সুবিধা পায়নি বলে অভিযোগ করেছে। তাই কৃষকরা বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। অখিল ভারতীয় কৃষক সভা দলের নেতৃত্বে আত্মহত্যাকারী কৃষকদের পরিবারসহ প্রায় ৩৫ হাজার কৃষক যথাযথ ঋণ সুবিধার জন্য মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছে। এনডিটিভি

সর্বশেষ খবর