সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার

শব্দের চেয়ে ১০ গুণ গতির একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুর দিকে ‘অপরাজেয়’ ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়ে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিলেন এ ক্ষেপণাস্ত্রটি সেগুলোরই একটি। বিবিসি জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে  ক্ষেপণাস্ত্রটি ছোড়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে বলেও মন্ত্রণালয় থেকে দাবি করা হয়। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের একটি বিমানঘাঁটি থেকে শনিবার মিগ-৩২ জঙ্গি বিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।

সর্বশেষ খবর