বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রুশ-ব্রিটিশ সম্পর্কে উত্তাপ

রুশ-ব্রিটিশ সম্পর্কে উত্তাপ

তেরেসা মে - ভ্লাদিমির পুতিন

ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, লন্ডনে রুশ নাগরিক ও পক্ষত্যাগী গুপ্তচরের ওপর যে হামলা হয়েছে তার পেছনে রাশিয়ার হাত থাকার ‘বড় সম্ভাবনা’ রয়েছে। এ অভিযোগ প্রত্যাখ্যান করে মে-র বক্তব্যকে ‘উসকানিমূলক’ বলে আখ্যায়িত করেছে রাশিয়া। গত ৪ মার্চ সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে সলসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের শরীরে ভয়ঙ্কর বিষ (স্নায়ু অবশকারী) নার্ভ গ্যাস প্রয়োগ করা হয়।  তবে দুজনের অবস্থা এখনো সংকটজনক বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে রাশিয়াকেই দায়ী করেছে। ৬৬ বছর বয়সী সের্গেই স্ক্রিপাল রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার একজন কর্নেল ছিলেন। পরে তার বিরুদ্ধে ব্রিটেনের এম১৬ গোয়েন্দা সংস্থার হয়ে রুশ গোয়েন্দা এজেন্টদের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। এ জন্য ১৩ বছর জেলও খাটেন স্ক্রিপাল। এরপর ২০১০ সালে লন্ডন ও মস্কোর মধ্যে গোয়েন্দা বিনিময় চুক্তির আওতায় সের্গেই স্ক্রিপাল ব্রিটেনে যান। ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার সংসদে বলেন, হয় রাশিয়ার সরকার এই হামলার নির্দেশ দিয়েছে। গতকাল সন্ধ্যার মধ্যে নোভিচক কর্মসূচি সম্পর্কে ‘অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিকেল উইপনস’ বা ওপিসিডাব্লিউ-র কাছে ব্যাখ্যা দিতে মস্কোকে সময়ও বেঁধে দেন তিনি। এই সময়ের মধ্যে ‘বিশ্বাসযোগ্য উত্তর’ পাওয়া না গেলে ব্রিটিশ সংসদে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তেরেসা মে। ‘আমাদের মাটিতে নিরীহ মানুষকে হত্যা চেষ্টার মতো এমন নির্লজ্জ হামলা আমরা সহ্য করব না। রাশিয়ার সঙ্গে সাধারণ সম্পর্ক রাখার প্রশ্ন উঠতে পারে না।’ বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মে-র এমন বক্তব্যকে ‘উসকানিমূলক’ আখ্যায়িত করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ‘এটি ব্রিটিশ সংসদে একটি সার্কাস শো’ বলেও কটাক্ষ করেছেন তিনি। রুশ এক বিবৃতিতে বলেছে, ব্রিটিশ রাজনীতিকরা এই হামলার বিষয়টিকে ব্যবহার করে ফুটবল বিশ্বকাপের আগে রাশিয়ার সুনাম ক্ষুণ্ন্ন করতে চাইছে। রাশিয়ার ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার বিষয়টি ব্রিটেন ভুলতে পারছে না। বিবিসি, এএফপি।

সর্বশেষ খবর