বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ব্রিটেন থেকে ২৩ রুশ কূটনীতিক বহিষ্কার

গুপ্তচরকে বিষপ্রয়োগ

পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর লন্ডনে রাসায়নিক হামলার দায়ে যুক্তরাজ্যে নিয়োজিত ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাদের দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এ ঘোষণা দেন। তাত্ক্ষণিক ভাবে এ ব্যাপারে রাশিয়ার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে সোমবার ওই গুপ্তচরকে বিষপ্রয়োগের পেছনে রাশিয়া জড়িত বলে অভিযোগ করেন। পাশাপাশি স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের মধ্যে মস্কোকে এ ঘটনার গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে সময় বেঁধে দেন। তিনি হুমকি দিয়েছিলেন, অন্যথায় রাশিয়ার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এরপর ওই ব্যাখ্যা প্রদানের জন্য রুশ রাষ্ট্রদূত সের্গেই লাভরভকে তলব করে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু সেই তলব উপেক্ষা করেছে রুশ দূতাবাস। গত ৪ মার্চ সালসবেরি শহরের একটি বিপণি কেন্দ্রের বেঞ্চে সের্গেই ক্রিসপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে এ ঘটনায় ব্যবহূত নার্ভ এজেন্টের সন্ধান পায় ব্রিটিশ কর্তৃপক্ষ। কন্যাকে নিয়ে সের্গেই স্ক্রিপাল যেখানে দুপুরের খাবার খেয়েছিলেন, জিজ্জি নামের সালসবেরির ওই পিজার দোকানেই তাকে নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয় বলে ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছে। আল জাজিরা।

সর্বশেষ খবর