বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রাশিয়ার ব্যাপারে সাবধান : টিলারসন

বিদায়ী বিবৃতি

বরখাস্ত হওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার বিদায়ী বিবৃতিতে রাশিয়াকে ‘বিপজ্জনক’ হিসেবে আখ্যায়িত করেছেন। এ জন্য মার্কিন নীতিনির্ধারকদের যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে টিলারসনকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেন। এরপর মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এক বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনের অভিজ্ঞতার সারসংক্ষেপ তুলে ধরেন এক্সন  মোবিলের সাবেক প্রধান নির্বাহী। সেখানেই উচ্চারণ করেন রাশিয়া নিয়ে সতর্কবার্তা। টিলারসনের বিদায়ী বিবৃতিতে ট্রাম্পকে ধন্যবাদ জানানো কিংবা তার নীতির প্রশংসা ছিল না বলেও জানিয়েছে বিবিসি। ‘রুশ সরকারের একাংশের বিপজ্জনক আচরণ ও পদক্ষেপ নিয়ে প্রতিক্রিয়ার ক্ষেত্রে অনেক কাজ বাকি আছে। বিবিসি।

সর্বশেষ খবর