রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সিরিয়ায় হাজার হাজার নারী-শিশু ধর্ষণের শিকার : জাতিসংঘ

সিরিয়ায় হাজার হাজার নারী-শিশু ধর্ষণের শিকার : জাতিসংঘ

সিরিয়ার গৃহযুদ্ধে হাজার হাজার নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। দেশটিতে যৌন নির্যাতনকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে সরকারি বাহিনী প্রধানত দায়ী হলেও বিরোধীরাও ক্ষেত্রবিশেষে এ অপরাধে জড়িয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এসব কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা যায় বলেও মনে করছে জাতিসংঘ। ধর্ষণের শিকার নারী-শিশু, তাদের আত্মীয়স্বজন, প্রত্যক্ষদর্শী, আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে ৪৫৪টি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করেছেন জাতিসংঘ। ২৯ পৃষ্ঠার প্রতিবেদনটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

প্রতিবেদনে জাতিসংঘ তদন্তকারীরা বলেন, সিরিয়ায় যুদ্ধের বিভিন্ন পক্ষ অব্যাহতভাবে ভয়াবহ এ ধর্ষণকাণ্ড চালিয়ে যাচ্ছে। সরকারবিরোধী গোষ্ঠীকে শাস্তি প্রদানের লক্ষ্যে ধর্ষণকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা। সিরিয়ার সরকারের সামরিক ও বেসামরিক মিলিয়ে ২০টি আস্তানা নারী ও মেয়ে শিশুদের ধর্ষণের জন্য ব্যবহার করা হয়েছে। এছাড়া পুরুষ ও বালকদের বলাৎকারের জন্য ব্যবহার করা হয়েছে ১৫টি আস্তানা। গত ৮ বছরের যুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলোও যৌন নির্যাতন চালিয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীরা নারীদের যৌন নিপীড়ন করেছে। ২৬ ফেব্রুয়ারি থেকে জেনেভায় জাতিসংঘের   মানবাধিকার কাউন্সিলের ৩৭তম অধিবেশন শুরু হয়েছে, চলবে ২৩ মার্চ পর্যন্ত। ওই অধিবেশনে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ওয়াশিংটন পোস্ট।

সর্বশেষ খবর