রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এফবিআই উপপরিচালক ম্যাকেবি বরখাস্ত

এফবিআই উপপরিচালক ম্যাকেবি বরখাস্ত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের উপপরিচালক অ্যান্ড্রু ম্যাকেবিকে বরখাস্ত করেছেন দেশটির  অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। ম্যাকেবির বিরুদ্ধে আগে থেকেই রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প; অভ্যন্তরীণ তদন্তের সূত্রে শুক্রবার এফবিআইয়ের এ উপপ্রধানকে সরিয়ে দেওয়া হয় বলে খবর বিবিসির। বরখাস্ত হওয়ার সময় ছুটিতে ছিলেন ম্যাকেবি; চলতি বছরের জানুয়ারিতে নিজে থেকেই উপপরিচালকের পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এ কর্মকর্তা। ম্যাকেবি সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারি ও প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংযোগের তদন্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। পেনশন সুবিধাসহ অবসরের সুযোগ পাওয়ার অপেক্ষা থাকা এএফবিআই কর্মকর্তা তার ৫০তম জন্মদিনের মাত্র দুই দিন আগেই বরখাস্ত হওয়ার খবর পেলেন। ‘অনুমোদিত নয় এমন তথ্য সংবাদ মাধ্যমের কাছে দিয়েছিলেন’ অভ্যন্তরীণ তদন্তে ম্যাকেবির বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা পাওয়ার পরই ট্রাম্প প্রশাসন পদক্ষেপ নিল বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর