রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা
অন্য খবর

সমুদ্র থেকে পানযোগ্য পানি

ভারতের জনগণ শিগগিরই সমুদ্র থেকে পানযোগ্য পানি (পটাবল ওয়াটার) পেতে যাচ্ছে। এ পানির দাম পড়বে প্রতি লিটার মাত্র পাঁচ পয়সা। এ লক্ষ্যে ইতিমধ্যে তামিল নাড়ু রাজ্যের তুতিকোরিনে সাগরের পানিকে পানযোগ্য পানিতে রূপান্তরের কাজ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রী নিতিন গড়করি একথা জানিয়েছেন। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে দুদিনের নদী মহোৎসবে বক্তব্যের সময় এ তথ্য জানিয়েছেন তিনি। পানিসম্পদ মন্ত্রী বক্তৃতায় এও বলেছেন যে, কয়েকটি রাজ্য পানির বণ্টন নিয়ে লড়াইয়ে নিয়োজিত রয়েছে। অথচ বেশ কয়েকটি নদীর পানি যে পার্শ্ববর্তী পাকিস্তানে চলে যাচ্ছে এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই। তিনি বলেন, ‘তিনটি নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হচ্ছে। তবে না কোনো পত্রিকা এ নিয়ে লেখালেখি করছে, না কোনো বিধায়ক এ বন্ধের দাবি জানাচ্ছেন।’ টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর