মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মুলারকেও বরখাস্ত করতে চান ট্রাম্প

মুলারকেও বরখাস্ত করতে চান ট্রাম্প

মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত চলছে। এই তদন্ত করতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত করেছেন এফবিআই প্রধান জেমস কমিকে। এরপর সেই তদন্ত করছেন স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার। এই তদন্তেও ট্রাম্প হস্তক্ষেপ করতে পারেন এই আশঙ্কায় নিজ দল রিপাবলিকান সদস্যরা সতর্ক করেছেন ট্রাম্পকে।

ওই তদন্ত নিয়ে রবার্ট মুলারের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। গত সপ্তাহে তিনি যথারীতি টুইট করেন। এতে আবারও দাবি করেন নির্বাচন নিয়ে রাশিয়ার সঙ্গে তার নির্বাচনী দলের কোনো সমঝোতা হয়নি। পাশাপাশি তিনি ওই তদন্তকে ‘উইচ হান্ট’ বা অশুভ উদ্দেশ্য চরিতার্থ বলে অভিহিত করেন। রবার্ট মুলার এর আগে এফবিআইয়ের প্রধান ছিলেন। তিনি নিজে একজন রিপাবলিকান। তাকে নিয়ে এমন মন্তব্যের কারণে ট্রাম্পকে সাবধান করেছেন রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেছেন, কোনো রকম হস্তক্ষেপ ছাড়া রবার্ট মুলারকে কাজ করতে দেওয়া উচিত। তার এ মতের সঙ্গে একমত পোষণ করেন অনেক রিপাবলিকান। পাশাপাশি মুলারকে বরখাস্ত করার গুজব অনেকদিন ধরেই বাতাসে ভাসছে। সে বিষয়েও ট্রাম্পকে সতর্ক করেছেন লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, ট্রাম্প যদি মুলারকে বরখাস্ত করার চেষ্টা করেন তাহলে সেটাই হবে তার প্রেসিডেন্সি খতম হওয়ার শুরু। লিন্ডসে গ্রাহামের সঙ্গে সুর মিলিয়েছেন রিপাবলিকান সিনেটর জেফ ফ্লেক। ওদিকে প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ানের মুখপাত্র অ্যাশলি স্ট্রং বলেছেন, স্পিকারতো সব সময়ই বলে আসছেন রবার্ট মুলার ও তার টিমকে তাদের কাজ করতে দেওয়া উচিত। অন্যদিকে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা রকম বুঁদবাষ্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প— এমন অভিযোগ এনেছেন সিনেট ডেমোক্রেট নেতা চার্লস শুমার। তিনি এক বিবৃতিতে বলেছেন, মুলারকে যদি বরখাস্ত করা হয় তা আমাদের গণতন্ত্রের জন্য সীমা অতিক্রম হবে।  এটা হতে পারে না। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী জন ডোড একদিন আগে মন্তব্য করেছেন, স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের তদন্ত শেষ হতে চলেছে। এর মধ্য দিয়ে তিনি হয়তো বুঝাতে চেয়েছেন মুলার অধ্যায়ের যবনিকা ঘটতে চলেছে। অর্থাৎ মুলারকে বরখাস্ত করা হতে পারে। সিএনএন।

সর্বশেষ খবর