মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে ত্রাণ দিয়েছে ওয়ার্ল্ড ভিশন

শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে ত্রাণ দিয়েছে ওয়ার্ল্ড ভিশন

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতি। ২০১০ সালে ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। সেখানে বিভিন্ন দাতা সংস্থা সাহায্য ও ত্রাণ কর্মসূচি ঘোষণা করে। যেখানে ব্রিটিশ দাতব্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনও ছিল। এবার সংস্থাটির সদস্যদের বিরুদ্ধে ত্রাণ দেওয়ার বিনিময়ে ভূমিকম্পে সর্বস্ব হারানো নারীদের শয্যাসঙ্গী করার অভিযোগ উঠেছে। আর এমন চাঞ্চল্যকর কেলেঙ্কারি ফাঁস করেছেন সংস্থাটিরই একজন সাবেক কর্মকর্তা। এর আগে প্রায় একই ধরনের অভিযোগ ওঠে ব্রিটিশ আরেক দাতা সংস্থা অক্সফামের বিরুদ্ধে। ওই অভিযোগে ইতিমধ্যে অক্সফামের উপ-প্রধান ও বিশেষ দূত পদত্যাগ করেছেন। এবার অভিযোগ ওঠেছে ওয়ার্ল্ড ভিশনের বিরুদ্ধে। সম্প্রতি ওয়ার্ল্ড ভিশনের সাবেক এক কর্মকর্তা জানান, হাইতিতে প্রতিষ্ঠানটির কর্মীরা ত্রাণ এবং অন্যান্য সহায়তার বদলে দুর্যোগ আক্রান্তদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন। অনেক কর্মী টাকার বিনিময়েও অসহায় মহিলাদের তাদের শয্যসঙ্গী হতে বাধ্য করতেন।

২০১৭ পর্যন্ত এই দাতব্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ব্রিটিশ রাজপুত্র হ্যারির বাগদত্তা হলিউড তারকা মেগান মার্কেল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যৌনতার অভিযোগ ওঠায় অন্যদের মতো তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু তাতে বিতর্ক থেমে নেই। প্রশ্ন উঠেছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও মেগান কি জানতেন না এসব অপকর্মের কথা? ওয়ার্ল্ড ভিশন গত বছর ব্রিটিশ সরকার থেকে ১৭ মিলিয়ন পাউন্ড সাহায্য পেয়েছে। এই কেলেঙ্কারির অভিযোগ আসায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হচ্ছে।

সর্বশেষ খবর