মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সমুদ্র থেকে হারিয়ে যাচ্ছে মাছ!

সম্পদের সবচেয়ে বড় আধার সমুদ্র। সেই সমুদ্রই এখন হুমকিতে। আর এর কারণ হিসেবে বলা হচ্ছে অতিরিক্ত মাছ ধরা, জলবায়ু পরিবর্তন এবং প্লাস্টিক দূষণকে। এই আশঙ্কার কথা উঠে এসেছে বিশ্ব সমুদ্র সম্মেলনে। এই সমস্যা সমাধানে ‘ব্লু ইকোনমি’র মাধ্যমে সমুদ্র সংরক্ষণের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। মেক্সিকোতে গত সপ্তাহে অনুষ্ঠিত হয় বিশ্ব সমুদ্র সম্মেলন। যেখানে বিশেষজ্ঞদের পাশাপাশি বিশ্বের ব্যবসায়ী এবং রাজনীতিবিদরাও হাজির হয়েছিলেন। প্রতি বছর মূলত এতে আলোচনা হয় সাগরকে ঘিরে কীভাবে অর্থনীতিকে আরও শক্তিশালী করা যায়। কিন্তু এবার বক্তাদের কথায় উঠে এসেছে কীভাবে সমুদ্রসম্পদ রক্ষা করা যায় এবং সাগরকে বাঁচানো যায়। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘ব্লু ইকোনমি’ বা নীল অর্থনীতি। সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞ আলেকজান্ডার কস্তে বলেন, ‘নীল অর্থনীতি আমাদের খাদ্য নিরাপত্তা, মানুষের স্বাস্থ্য এবং পরিবেশকে রক্ষায় ভূমিকা রাখবে।’ মাছ কমে যাওয়ার আরও একটি বড় কারণ—প্লাস্টিক দূষণ। সাগরে প্লাস্টিকের পরিমাণ এত বেড়ে গেছে, তা পরিষ্কার করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। ডয়েচে ভেলে।

সর্বশেষ খবর