শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নওয়াজের ক্ষমতায় ফেরার পথ আজীবন বন্ধ

নওয়াজের ক্ষমতায় ফেরার পথ আজীবন বন্ধ

জল্পনা সত্যিই হলো। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল যার হাতে সেই নওয়াজ শরিফের ক্ষমতায় ফেরার পথ আজীবনের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সংবিধানের ৬২(১)(এফ) অনুচ্ছেদের আওতায় নওয়াজ শরিফকে গতকাল অযোগ্য ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। ওই আইনে অযোগ্য ঘোষিত কোনো এমপি আজীবনের জন্য সরকারি কার্যালয়ে নিষিদ্ধ থাকবেন।

গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দিয়ে নওয়াজের নিষেধাজ্ঞার মেয়াদ নিয়ে সৃষ্ট অস্পষ্টতা দূর করেন। প্রধান বিচারপতি বলেন, ‘জনগণ সৎ চরিত্রের নেতা পাওয়ার দাবিদার’। গত বছর ২৮ জুলাই পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় পাকিস্তানের হাই কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। ওই রায়ের পর পদত্যাগ করেন নওয়াজ। তবে প্রধানমন্ত্রিত্ব হারালেও পার্লামেন্টে তার দল পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ (পিএমএল-এন) সংখ্যাগরিষ্ঠ হওয়ায় একটি আইন সংশোধনের মাধ্যমে তিনি পিএমএল-এন এর নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন। কিন্তু গত ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে সব সরকারি কাগজপত্র থেকে পিএমএল-এন এর প্রেসিডেন্ট হিসেবে নওয়াজ শরিফের নাম মুছে ফেলার নির্দেশ দেয়। সাত দিনের মধ্যে নওয়াজের ভাই শাহবাজ শরিফকে পিএমএল-এন এর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচিত করা হয় এবং নওয়াজকে দলের ‘আজীবন নেতা’ ঘোষণা করা হয়। এর মাধ্যমে কোনো পদে না থেকেও পিএমএল-এন এর লাগাম নিজের হাতে রেখে দেন নওয়াজ। নওয়াজকে আজীবনের জন্য সরকারি কাজে অযোগ্য ঘোষণা করার প্রতিক্রিয়ায় তার দল পিএমএল-এন বলেছে এ রায় ‘তামাশা’ এবং ‘ষড়যন্ত্রের ফলাফল’। সুপ্রিম কোর্টের রুল জারির কিছুক্ষণ পরই এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। তিনি বলেন, ‘এটি সে একই ধরনের সিদ্ধান্ত যেগুলোকে কেন্দ্র করে জুলফিকার আলী ভুট্টোকে মৃত্যুদণ্ড পেতে হয়েছিল, বেনজির ভুট্টোকে হত্যার শিকার হতে হয়েছিল এবং তারপর নির্বাচিত এক প্রধানমন্ত্রীকে (নওয়াজ) অযোগ্য ঘোষণা করতে ব্যবহার করা হয়েছিল। এ সিদ্ধান্ত আলিবাবা চল্লিশ চোরের ষড়যন্ত্র।’ আদালতের রায়ের নেপথ্যে থাকা ব্যক্তিরা মনে করেন অযোগ্য ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া যায়; তাদের ‘নিষ্পাপ এবং ভীরুচিত্তের’ বলে উল্লেখ করেন আওরঙ্গজেব। এএফপি।

সর্বশেষ খবর