সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র

ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র

আমেরিকার একটি বড় অংশ ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে পড়েছে। বজ্রপাতসহ তুমুল বৃষ্টিপাত আর তুষার ঝড়ে ওলটপালট হয়ে গেছে মিনেসোটা, নেব্রাস্কা, আইওয়া, দক্ষিণ ডাকোটা, মিসিসিপি থেকে শুরু করে টেক্সাস থেকে আলাবামার মধ্যাঞ্চল পর্যন্ত। মিনেসোটার সেন্ট পল শহরে জারি করা হয়েছে ‘স্নো এমার্জেন্সি’। যে হারে তুষারপাত হচ্ছে, তাতে আবহাওয়াবিদরা মনে করছেন, মিনেসোটা, মিশিগান ও উইসকনসিনে এবার ১ ফুট পুরু তুষার জমবে। জাতীয় আবহাওয়া সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ডুলুথ ও মিনেসোটায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ মাইল বা ৮০ কিলোমিটার। সংস্থাটির খবর, মিসিসিপির জ্যাকসনের কাছাকাছি এলাকায় ঘণ্টায় ৯০ মাইল বা ১৪৫ কিলোমিটার গতিবেগে ঝড় হয়েছে। উত্তর প্রান্তের নিউ ইংল্যান্ডেও আজ তুষার বৃষ্টি ও তুষার ঝড় হতে পারে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাস। গত শুক্রবার ছোটখাটো ১৭টি টর্নেডো হয়েছে আরকানসাস, লুইজিয়ানা, মিসৌরি ও টেক্সাসে। মিনেসোটা ও টরেন্টো বিমানবন্দরে ৭৫০টি বিমান বাতিল করতে হয়েছে। ইউএসএ টুডে

সর্বশেষ খবর