সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানে বিচারপতির বাড়িতে গুলি

পাকিস্তানে বিচারপতির বাড়িতে গুলি

বিচারপতি ইজাজুল আহসান

পাকিস্তানে এবার সুপ্রিম কোর্টের এক বিচারপতির বাড়ি লক্ষ্য করে দুই দফা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ওই বিচারপতির নাম ইজাজুল আহসান। পাকিস্তানের লাহোরে মডেল টাউনে ওই বিচারপতির বাসভবন। ডন অনলাইনে জানানো হয়েছে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই হামলার ঘটনা ঘটে। প্রথম ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে ১০টার দিকে, পরের ঘটনাটি ঘটে গতকাল সকাল সোয়া ৯টার দিকে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর ওই বিচারপতির বাসভবন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার। তিনি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাব ইন্সপেক্টর জেনারেলকে। এ ঘটনার ওপর সরাসরি তদারকি করছেন প্রধান বিচারপতি। আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ, হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। ওই বিচারপতির বাসভবনের বাইরে রেঞ্জারসসহ মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষাকারীদের।  উল্লেখ্য, গত বছর পানামাগেট কেলেঙ্কারিতে পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তান হাই কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ। এই বেঞ্চের একজন সদস্য হলেন বিচারপতি ইজাজুল আহসান। ডন

সর্বশেষ খবর