মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য

প্রতিদিন ডেস্ক

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য

জেমস কোমি, ডোনাল্ড ট্রাম্প

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য নৈতিকভাবে অযোগ্য। তিনি নারীদের সঙ্গে ‘মাংসের টুকরার মতো’ আচরণ করেন। ডোনাল্ড ট্রাম্প গত বছর তাকে বরখাস্ত করার পর গত রবিবার রাতে প্রথমবারের মতো বড় কোনো টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কোমি বলেন, ‘ট্রাম্প এমন একজন মানুষ, যার কাছে সত্যের কোনো মূল্য নেই। আমি মনে করি না, তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য স্বাস্থ্যগতভাবে অযোগ্য। আমি মনে করি তিনি রাষ্ট্রপতির নৈতিকভাবেও অযোগ্য।’ জেমস কোমি আরও বলেন, ‘ট্রাম্প অব্যাহতভাবে মিথ্যা বলে চলেছেন এবং হয়তো বিচারের কাজেও বাধা তৈরি করছেন। আমাদের প্রেসিডেন্টকে অবশ্যই সম্মান অর্জন করতে হবে এবং যে ভিত্তিগুলোর ওপর দেশ গঠিত হয়েছে, তার প্রতি মূল্যবোধ থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে— সত্যি বলতে হবে। কিন্তু প্রেসিডেন্ট সেটা করতে পারছেন না।’ কোমির আত্মজীবনীমূলক নতুন বইয়ের নাম ‘এ হাইয়ার লয়্যালটি: ট্রুথ, লাইজ অ্যান্ড লিডারশিপ’ যেখানে তার দায়িত্ব পালনের সময়কার নানা ঘটনার বর্ণনা রয়েছে। মূলত বইটি বাজারে আসার আগে এসব মন্তব্য করলেন কোমি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প কোমি ও তার বইটির ক্রুদ্ধ সমালোচনা করে টুইটারে কোমিকে ‘স্লাইমবল’ বা ‘নোংরার হদ্দ’ বলে অভিহিত করেছেন এবং তাকে ‘ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এফবিআই প্রধান’ আখ্যা দিয়েছেন। গত বছরের মে মাসে তাকে বরখাস্ত করেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের পার্টির একটি বিবৃতি দিয়েছে। যাতে বলা হয়েছে, ‘নিজের নতুন বইয়ের প্রচারণা বাড়াতে কোমির এই সাক্ষাৎকার দিয়েছেন। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর