বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
ওয়াশিংটন পোস্টের খবর

উত্তর কোরিয়ায় গোপন সফরে সিআইএ প্রধান

মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর পরিচালক ও মাইক পম্পিও এক গোপন সফরে উত্তর কোরিয়া গেছেন। সফরে তিনি দেশটির নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ খবর দিয়েছে মার্কিন ওয়াশিংটন পোস্ট। ধারণা করা হচ্ছে, পম্পিও তিন সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে বিমানযোগে পিয়ংইয়ং যান। উল্লেখ্য, পম্পিওকে যুক্তরাষ্ট্রে হবু পররাষ্ট্রমন্ত্রী ভাবা হচ্ছে। কদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প টিলারসনের স্থলাভিষিক্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পম্পিওর নাম ঘোষণা করেছিলেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে এ বছর মে বা জুন মাস নাগাদ সরাসরি যে শীর্ষ বৈঠক হওয়ার কথা, তার প্রস্তুতি হিসেবেই ওই সাক্ষাৎ হয়। তবে হোয়াইট হাউস থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। ফ্লোরিডার অবকাশযাপন কেন্দ্র মার-আ-লগোতে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে স্বাগত জানানোর পর সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্পও উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠকের কথা প্রকারান্তরে স্বীকার করেছেন। তবে সিআইএ প্রধানের এই পিয়ংইয়ং সফর হচ্ছে ২০০০ সালের পর এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ স্তরের যোগাযোগ।

 এদিকে বিবিসি জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও উত্তর কোরিয়ায় এক সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। সপ্তাহ কয়েক আগেই কিম জং উন নিজেও বেইজিং সফর করে এসেছেন। আগামী সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের এক শীর্ষ বৈঠক হওয়ার কথা।

 

 

সর্বশেষ খবর