বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
অ ন্য খ ব র

ইন্টারনেটের আবিষ্কার ভারতে!

ভারতের ত্রিপুরা রাজ্যের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ইন্টারনেটের আবিষ্কার নিয়ে নতুন তথ্য দিয়েছেন। আর তা হলো—”ইন্টারনেট ছিল সেই মহাভারতের যুগেও।” অর্থাৎ খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে, যে সময়ে মহাভারত রচিত হয়েছিল, সেই সময়েও ইন্টারনেট ছিল। ভারতীয় জনতা পার্টি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা বিপ্লব দেবের মতে, মহাভারতে সঞ্জয় যেভাবে যুদ্ধক্ষেত্র থেকে বহুদূরে অবস্থান করেও ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বর্ণনা দিয়েছেন, তা থেকেই বোঝা যায় সেই যুগেও ইন্টারনেট ছিল, স্যাটেলাইট ছিল। না হলে চোখ দিয়ে তিনি অতদূর দেখতে পেতেন কী করে! তার মতে, মাঝখানের সময়কালে অনেক কিছুই বদলে গেছে। বিদেশিরা দাবি করছে যে, ইন্টারনেট বা স্যাটেলাইট তাদের আবিষ্কার। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর এমন দাবি খোদ দেশটির জনগণের মধ্যেই ব্যঙ্গ-বিদ্রূপের জন্ম দিয়েছে। তার দাবি অনেকেই গ্রহণ করেননি। বিবিসি।

 

সর্বশেষ খবর