শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কিমের সঙ্গে আলোচনা সফল না হলে বেরিয়ে আসবেন ট্রাম্প

কিমের সঙ্গে আলোচনা সফল না হলে বেরিয়ে আসবেন ট্রাম্প

আগামী মে বা জুন মাসে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছেন, ওই বৈঠক যদি ফলপ্রসূ না হয় অর্থাৎ কিম যদি তার কথা না শুনে তাহলে তিনি বৈঠক থেকে বেরিয়ে আসবেন। বুধবার জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, শিনজো আবেকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণে সর্বোচ্চ চাপ অব্যাহত রাখবেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এখন আমেরিকা সফর করছেন। এর আগে ফ্লোরিডার অবকাশ-যাপন কেন্দ্র মার-আ-লগোতে আবে ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়া, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্য চুক্তিসহ দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়ে আলোচনা করেন। আবের সঙ্গে বৈঠকের সময় সিআইএ পরিচালক মাইক পম্পেওর উত্তর কোরিয়া সফরের বিষয়টিও নিশ্চিত করেন ট্রাম্প। তিনি বলেন, কিম ও পম্পেওর মধ্যে ‘সুসম্পর্ক স্থাপিত’ হয়েছে; গোপন ওই বৈঠকটি ‘সাবলীলভাবে সম্পন্ন’ হয়েছে বলেও মত তার। এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করেছেন মাইক পম্পেও। এটা ছিল খুব সাবলীল বৈঠক এবং তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয়েছে। আসন্ন শীর্ষ সম্মেলনের (ট্রাম্প-কিম বৈঠক) বিস্তারিত খুঁটিনাটি নিয়ে এখন কাজ চলছে। পুরো দুনিয়ার জন্য পরমাণু নিরস্ত্রীকরণ দারুণ ব্যাপার হবে, উত্তর কোরিয়ার জন্যও বটে! ট্রাম্প বলেন, সেই বৈঠক সফল না হলে আশা ছেড়ে দেবেন তিনি। বলেন, ‘আমরা আগে যেমনটা বলেছি। পারমাণবিক পরীক্ষা বন্ধ করলে উত্তর কোরিয়ার অনেক পথ রয়েছে। তাদের জন্য খুবই ভালো হবে। ভালো হবে বিশ্বের জন্যও।’ এদিকে কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্প যেন ১৯৭০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত উত্তর কোরিয়ার হাতে অপহৃত জাপানি নাগরিকদের মুক্তির ব্যাপারে দেনদরবার করেন সে ব্যাপারে অনুরোধ করার কথা জানান আবে। কোরীয় গুপ্তচরদের জাপানি কেতা শেখাতে ১৩ জাপানি নাগরিককে অপহরণের কথা স্বীকার করেছে পিয়ংইয়ং; এ সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি টোকিওর। এএফপি, বিবিসি, আল জাজিরা।

সর্বশেষ খবর