শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নতুন নেতা পেল কিউবা

নতুন নেতা পেল কিউবা

মিগেল দিয়াস-কানেলকে স্বাগত জানালেন রাহুল কাস্ত্রো —এএফপি

নতুন যুগে ঢুকে গেল বিপ্লবের দেশ কিউবা। প্রায় ৬০ বছর ধরে কিউবার ক্ষমতায় ছিলেন দুই কাস্ত্রো। গতকাল সেই অবস্থার পরিবর্তন হয়ে গেছে। নতুন যিনি এলেন তার নাম মিগেল দিয়াস-কানেল। তিনি এতদিন ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। নতুন নেতৃত্ব বাছাইয়ের অধিবেশনে বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা ৫৭ বছর বয়সী এই নেতাকেই বেছে নেন। ১৯৫৯ সালে বিপ্লবের মাধ্যমে মার্কিন সমর্থিত কিউবার একনায়ক ফুলখেনসিও বাতিস্তাকে সরিয়ে ক্ষমতায় বসেছিলেন ফিদেল কাস্ত্রো। তারপর অসুস্থতার কারণে ২০০৮ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা দিয়ে সরে দাঁড়ান তিনি। আর গতকাল রাউল সেই দায়িত্ব থেকে সরে গেলেন। প্রকৌশল ডিগ্রিধারী দিয়াস-কানেলের জন্ম ১৯৬০ সালে, অর্থাৎ বিপ্লবের এক বছর পর। নতুন প্রেসিডেন্ট মিগেলকে  রাউলের শুরু করা অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়াসহ প্রবৃদ্ধি বাড়ানো এবং ট্রাম্প প্রশাসনের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর