শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ইরাকে ৩০০ আইএস জঙ্গির মৃত্যুদণ্ড

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের কমপক্ষে ৩০০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাক। এর মধ্যে রয়েছে অনেক বিদেশি। অভিযুক্ত এসব ব্যক্তির বিচার হয়েছে দুটি আদালতে। একটি আদালত জিহাদিদের শক্ত ঘাঁটি মসুলের কাছে। অন্যটি বাগদাদে। জানুয়ারি থেকে ইরাকের রাজধানী বাগদাদে ৯৭ বিদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ১৮৫ জনকে। অভিযুক্ত নারীদের মধ্যে বেশির ভাগই তুরস্কের এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের। জানুয়ারিতে ইরাকের একটি আদালত জার্মানির এক নারীকে আইএসের সঙ্গে জড়িত থাকার তথ্যপ্রমাণ পায়। অন্যদিকে মঙ্গলবার ফ্রান্সের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ডেইলি মেইল

সর্বশেষ খবর