শিরোনাম
শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বিক্ষোভ সামলাতে কমনওয়েলথ বৈঠক ছেড়ে দেশে রামাফোসা

সহিংস বিক্ষোভ সামলাতে লন্ডনে কমনওয়েলথ বৈঠক ছেড়ে দেশে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দুই মাস আগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন রামাফোসা। যুক্তরাজ্যে তার সফরে দক্ষিণ আফ্রিকায় বিনিয়োগ বৃদ্ধিতে অন্যান্য দেশকে উৎসাহিত করার চেষ্টা করেছেন তিনি। কিন্তু দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশে নানা দাবিতে বিক্ষোভে নেমেছে জনগণ। দাবিগুলো হলো— দুর্নীতির অবসান, কর্মসংস্থান ও আবাসনের। বিক্ষোভকারীরা দোকানপাট লুট, রাস্তা অবরোধ, গাড়ি জ্বালিয়ে দিয়েছে। বিবিসি জানায়, বুধবার থেকে দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশে শুরু হয়েছে সহিংস বিক্ষোভ। বিক্ষোভকারীরা রামাফোসার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এর সদস্য, প্রাদেশিক প্রধানমন্ত্রী সুপ্রা মাহুমাপেলোর পদত্যাগের দাবি জানিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, গতকাল নর্থ ওয়েস্ট প্রদেশের রাজধানী মাহিকেং-এ এএনসি নেতাদের সঙ্গে বিক্ষোভ নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে রামাফোসার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর