বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

যেভাবে গুপ্তহত্যা চালায় মোসাদ

আল জাজিরার বিশেষ প্রতিবেদন

দখলদার রাষ্ট্র ইসরায়েল। সেই রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদ। কিন্তু বিশ্বব্যাপী এই সংস্থা বিতর্কিত। কালে কালে যুগে যুগে এই মোসাদের এজেন্টরা যাদেরকে তাদের স্বার্থের জন্য হুমকি মনে হয়েছে তাদেরকে নানাভাবে হত্যা করেছে। কখনো টুথপেস্টে বিষ মিশিয়ে, কখনো পোশাকে রাসায়নিক মিশিয়ে, কখনো খাদ্যে বিষ মিশিয়ে, কখনো ড্রোন দিয়ে বা কখনো সরাসরি গুলি করে হত্যা করেছে। সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফিলিস্তিনি শিক্ষাবিদ ও রকেট বিজ্ঞানী ফাদি আল বাতশের হত্যাকাণ্ডের পর সন্দেহের তীর এখন ইসরায়েলের দিকে। আর গত শনিবার ফাদি আল বাতশ হত্যাকাণ্ডে আবারও আলোচনায় বিশ্বব্যাপী বিতর্কিত সে দেশের গোয়েন্দা সংস্থা মোসাদ। এমন অবস্থায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক বিশেষ প্রতিবেদনে তুলে এনেছে আরব বিশ্বে মোসাদের গুপ্তহত্যার বিস্তারিত প্রক্রিয়া। প্রতিবেদন অনুযায়ী, মোসাদ প্রথমে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ইসরায়েলের বৃহত্তম গোয়েন্দা নেটওয়ার্ক এবং ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে হত্যার টার্গেট নির্ধারণ করে। যাকে হত্যার পরিকল্পনা নেওয়া হয়, দ্বিতীয় ধাপে এসে তার সম্পর্কে বিস্তারিত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তা মূল্যায়ন করে মোসাদ। এ বিষয়ে ইসরায়েলের অনুসন্ধানী প্রতিবেদক রোনেন বার্গম্যান বলেন, ফাদি আল বাতশের হত্যাকাণ্ডটি যেভাবে করা হয়েছে, এমনভাবে হত্যাকাণ্ড মোসাদ করে থাকে। রোনেন বার্গম্যান ইসরায়েলের এই গোয়েন্দা সংস্থার কার্যক্রমের বিষয়ে বেশ ভালোভাবেই ওয়াকিবহাল। এ বিষয়ে তার একটি বইও আছে ‘রাইজ অ্যান্ড কিল ফার্স্ট’।

ক্যাসেরিয়া ইউনিট : মোসাদের অভ্যন্তরীণ একটি ইউনিট ক্যাসেরিয়া। প্রধানত আরব বিশ্বে গুপ্ত অভিযান পরিচালনার স্বার্থে ৭০-এর দশকে গঠিত এই ইউনিট বিশ্বের যে কোনো প্রান্তে গোয়েন্দা মোতায়েন ও পরিচালনা করে থাকে। বার্গম্যানের বইয়ের তথ্য অনুযায়ী, ২০০০ সালে অধিকৃত এলাকায় ফিলিস্তিনি জাতিমুক্তি আন্দোলন দ্বিতীয় ইন্তিফাদা শুরু হওয়া পর্যন্ত ইসরায়েল ৫ শতাধিক গুপ্তহত্যার অভিযান চালিয়ে এক হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। আর দ্বিতীয় ইন্তিফাদার সময়ে ইসরায়েল এক হাজারের বেশি অভিযান চালিয়েছে তার মধ্যে ১৬৮টি সফল হয়েছে। তখন থেকে ইসরায়েল আরও অন্তত ৮০০ অভিযান চালায়, যার লক্ষ্য ছিল গাজা উপত্যকার ভিতর বাইরে হামাসের সামরিক ও বেসামরিক নেতৃত্বকে হত্যা।

সর্বশেষ খবর