শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

দিল্লিতে জুমার নামাজে বাধা

দিল্লির উপকণ্ঠে গুরগাঁওতে মুসলিমরা যাতে উন্মুক্ত সরকারি জমিতে নামাজ পড়তে না-পারে, সে জন্য আন্দোলনে নেমেছে বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। একে ঘিরে এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনাও বিরাজ করছে। ঘটনার সূত্রপাত গত ২০ এপ্রিল। গুরগাঁওয়ের অভিজাত এলাকা সেক্টর ৫৩-তে বিস্তীর্ণ এলাকা জুড়ে সরকারি একটি মাঠ রয়েছে, সেখানেই সেই দিন জুমার নামাজ পড়ার জন্য জড়ো হয় স্থানীয় শপাঁচেক মুসলিম। গুরগাঁওয়ের ওই মাঠে বহুদিন ধরেই নামাজ পড়া হচ্ছে কিন্তু সেদিন সেখানে নামাজে বাধা দেওয়ার জন্য হঠাৎ করে জড়ো হয় বেশ কিছু যুবক। আশপাশের ওয়াজিরাবাদ ও কানহাই গ্রামের ওই হিন্দু যুবকরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে নামাজের জন্য আসা ব্যক্তিদের ব্যঙ্গ করতে থাকে এবং নামাজ পণ্ড করারও চেষ্টা করে। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে হরিয়ানা পুলিশ নড়ে চড়ে বসতে বাধ্য হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ভিডিও থেকে চিহ্নিত করে হামলাকারী ছজন যুবককে গ্রেফতারও করা হয়। পরে তারা অবশ্য সবাই জামিনে ছাড়া পেয়ে যান।

সর্বশেষ খবর