সোমবার, ৭ মে, ২০১৮ ০০:০০ টা

কাশ্মীরে গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ নিহত ৫

কলকাতা প্রতিনিধি

কাশ্মীরে গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ নিহত ৫

মোহাম্মদ রাফি ভাট

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ রাফি ভাট। গতকাল সকালে রাজ্যের সোপিয়ান জেলার এ ঘটনায় নিহতরা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সদস্য। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাফি ভাট মাত্র কয়েক বছর আগে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিলেন। রাফি ভাট শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। ভাটকে আত্মসমর্পণে রাজি করাতে পুলিশ তার বাবা-মাকে গানডারবাল জেলা থেকে সোপিয়ানে নিয়ে এসেছিল, কিন্তু ভাট আত্মসমর্পণে রাজি হননি। জম্মু-কাশ্মীর রাজ্য পুলিশের ডিজি শেশ পল বেদ জানান সোপিয়ান জেলার জৈনপোরার বাদিগামে নিরাপত্তাবাহিনীর অভিযান শেষ হয়েছে, ৫ জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে। জওয়ানরা খুব ভালো কাজ করেছেন’। নিহত জঙ্গিদের মধ্যে হিজবুল মুজাহিদিন কমান্ডার সাদ্দাম পাদ্দেরও রয়েছে বলে খবর। যদিও পুলিশের তরফে তা এখনো নিশ্চিত করা হয়নি।  পুলিশ সূত্রে খবর সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত শিক্ষক ভাটের সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততার বিষয়টি গত শুক্রবার সামনে আসে এবং এর পরই তার গতিবিধির ওপর নজর রাখে নিরাপত্তাবাহিনী। অবশেষে এদিন ভোরের সংঘর্ষে মৃত্যু হয় তার। শুক্রবার বিকালে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। শিক্ষক নিখোঁজের বিষয়টি জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রাজ্য পুলিশের ডিজিকেও চিঠি দিয়ে তাকে উদ্ধারের আবেদন করেন। এদিকে নিরাপত্তা বাহিনী জানতে পারে একদল জঙ্গি নাশকতার পরিকল্পনা করছে। গতকাল সকালেই জানা যায় নিরাপত্তাবাহিনীর ফাঁদে পড়া জঙ্গিদের মধ্যে রাফি ভাটও রয়েছেন।

সর্বশেষ খবর