সোমবার, ১৪ মে, ২০১৮ ০০:০০ টা

পারমাণবিক পরীক্ষা কেন্দ্রই ধ্বংস

দুই সপ্তাহের মধ্যে নিজেদের একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ভাঙার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। আগামী মাসের ১২ তারিখ সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের আগে এ ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে ২৩-২৫ মে এর মধ্যে ভাঙার প্রক্রিয়া চালানোর জন্য এখন কারিগরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বিদেশি বিশেষজ্ঞরা ওই অনুষ্ঠানে থাকবেন কি না তা জানানো হয়নি। জানা গেছে, গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা কিমকে উদ্ধৃত করে জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে দেশটির তাদের একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেবে। ভাঙার কাজ প্রত্যক্ষ করতে বিদেশি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছিল দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার পুঙ্গে-রি নামের পারমাণবিক পরীক্ষা কেন্দ্রটি আংশিক ভেঙে পড়ে। সেই কেন্দ্রটিই এখন ভাঙার কথা বলছে উত্তর কোরিয়া। তবে দেশটির দাবি খুবই ভালো অবস্থায় থাকা পরীক্ষা কেন্দ্রটি ভাঙার মধ্য দিয়ে তারা তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের সদিচ্ছা দেখাতে চায়। এসব কাজ প্রত্যক্ষ করতে দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ার সাংবাদিকেরা অনুষ্ঠান প্রত্যক্ষ করতে আমন্ত্রণ জানানো হবে। বিবিসি।

সর্বশেষ খবর