মঙ্গলবার, ১৫ মে, ২০১৮ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন সহিংসতা নিহত ১১

দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে গতকাল ব্যাপক সহিংসতা হয়েছে। তিন স্তরের এই নির্বাচনের প্রথম পর্ব গতকাল সকাল ৭ টায় রাজ্যের ২০ জেলায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৫ টায়। কিন্তু ভোট শুরুর কয়েক ঘণ্টা পর থেকেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। বিকাল পর্যন্ত সেই মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় ১১-এ। হামলার হাত থেকে নিস্তার পায়নি শিশু ও বয়স্করাও। সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছে গণমাধ্যমের কর্মীরাও। এছাড়াও রাজ্যের একাধিক জায়গায় জাল ভোট, বুথ দখল, ভোটারদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ২০টি  জেলা পরিষদের ৬২১ টি আসনে, ৩৪১ টি পঞ্চায়েত সমিতির ৬ হাজার ১৫৭ আসনে এবং ৩ হাজার ৩৫৮ গ্রাম পঞ্চায়েতের ৩১ হাজার ৮২৭ টি আসনে গতকাল ভোট হয়। ভোট গণনা আগামী বৃহস্পতিবার।

সর্বশেষ খবর