বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

আনোয়ার ইব্রাহিমের মুক্তি হতে পারে আজ

আনোয়ার ইব্রাহিমের মুক্তি হতে পারে আজ

মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাজকীয় ক্ষমায় গতকালই মুক্তি পাওয়ার কথা। কিন্তু গতকাল শেষ মুহূর্তে জেল থেকে মুক্তি স্থগিত করা হয়। ধারণা করা হচ্ছে তিনি আজ মুক্তি পেতে পারেন। রাজা ইয়াং ডি-পারতুয়ান আগং গতকাল তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এরপর এ বিষয়ে সরকারের সাধারণ ক্ষমা বিষয়ক বোর্ডের বৈঠক হওয়ার কথা ছিল গতকালই। কিন্তু সেই বৈঠক স্থগিত করা হয়েছে আজ পর্যন্ত। ওই বৈঠকে  রাজা ঘোষিত সাধারণ ক্ষমা নিয়ে আলোচনা হবে। এরপরই জেল থেকে বেরিয়ে আসতে পারেন আনোয়ার ইব্রাহিম। তিনি সমকামিতার অভিযোগে ২০১৫ সাল থেকে জেলে রয়েছেন। এ বিষয়ে রাজা ইয়াং ডি-পারতুয়ান আগংয়ের অফিস থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, আনোয়ার ইব্রাহিমের মুক্তির সব বিষয়ে সন্তুষ্ট তিনি। এরপরই সাধারণ ক্ষমা বিষয়ক বোর্ডের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু নতুন প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ অনুরোধ করেছেন, বোর্ড যেন আজ পর্যন্ত ওই বৈঠক স্থগিত রাখে। এ নিয়ে প্রধানমন্ত্রী মাহাথিরের সঙ্গে আলোচনা করেছেন উপপ্রধানমন্ত্রী ও আনোয়ার ইব্রাহিমের স্ত্রী আজিজাহ ওয়ান ইসমাইল। উল্লেখ্য, আনোয়ার বর্তমানে কুয়ালালামপুরে ছেরাস রিহ্যাবিলিটেশন হাসপাতালে চিকিৎসাধীন। তার কাঁধে একটি অপারেশন হয়েছে। আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠছেন। বিবিসি।

সর্বশেষ খবর