বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

ইরাক নির্বাচনে হিসাব নিকাশ পাল্টে গেল

ইরাক নির্বাচনে হিসাব নিকাশ পাল্টে গেল

আইএসের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার পর ইরাকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে ধারণা ছিল এবারও জয়ী হবে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিই। কিন্তু নির্বাচনের পর এই ধারণা পুরোটাই উল্টে গেছে। নির্বাচনে দেশটির জনপ্রিয় শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের জোট এগিয়ে আছে। মোকতাদা আল-সদর কট্টর মার্কিনবিরোধী। শুধু তাই নয়, তিনি শিয়া হলেও ইরানবিরোধী। তার এই বিরোধিতাও নির্বাচনে নিয়ামক হিসেবে কাজ করছে বলে মনে হয়। মোকতাদা আল-সদরের জোটের নাম ‘সইরুন বা সংস্কারের দিকে অগ্রসর’। দ্বিতীয় স্থানে ইরানপন্থি হাদি আল-আমিরির ‘বিজয়’ জোট; তৃতীয় স্থানে বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির জোট। এএফপি।

সর্বশেষ খবর