বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা

ইন্দোনেশিয়ার পুলিশ সদর দফতরে তলোয়ার হামলা

ইন্দোনেশিয়ার রিয়াও পুলিশ সদর দফতরে এবার তরবারি নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে হামলার সময় গুলি করে তিন হামলাকারীকে হত্যা করেছে পুলিশ। গতকালের এই হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। অভ্যন্তরীণ পুলিশ প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের মধ্যে একজনের শরীরে বোমা বাঁধা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। হামলার সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন আরও চারজন সেখান থেকে পালিয়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার আগে লোকগুলো নিজেদের গাড়ি চালিয়ে পুলিশ সদর দফতরের প্রাঙ্গণে প্রবেশ করে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারা বলেছে, এই হামলায় দুই সাংবাদিকও আহত হয়েছেন। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একজন লোক মাটিতে পড়ে আছে। তার পাশেই একটি লম্বা তরবারিও পড়ে আছে। এর আগে সোমবারে শিশুসহ পাঁচ সদস্যের পরিবারের চালানো ওই আত্মঘাতী হামলায় একজন নিহত ও চার পুলিশসহ অন্তত ১০ জন  আহত হয়েছেন।

সর্বশেষ খবর