রবিবার, ২০ মে, ২০১৮ ০০:০০ টা

মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান এরদোগানের

ইসরায়েল মোকাবিলায়

মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান এরদোগানের

ইসরায়েলকে মোকাবিলায় মুসলিম বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। শুক্রবার ওআইসির বিশেষ অধিবেশনে তিনি এ আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের ৭০ বছর পূর্ণ হয়। দখলকৃত ভূমি ছেড়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনারা গুলি চালালে ৬০ জন নিহত হন। তা ছাড়া আহত হয়েছেন আরও  অন্তত ২ হাজার ৭০০ জন। এর প্রতিবাদে ওআইসির বিশেষ অধিবেশন আহ্বান করে তুরস্ক। অধিবেশনে এরদোগান বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দোষী সাব্যস্ত করতে হবে। তিনি আরও বলেন, ‘ইসরায়েলি ডাকাতরা ফিলিস্তিনিদের ওপর যে নৃশংসতা চালিয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে মানবতা এখনো মরেনি।’ ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাকে ‘নির্মম, নৃশংস ও রাষ্ট্রীয় সন্ত্রাস’ বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, ‘গাজা উপত্যকা লাখ লাখ লোকের কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছে, যেখানে তাদের ভ্রমণ, শিক্ষা, কর্ম ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে।’ তিনি বলেন, ‘যখন তাদের সন্তানরা অস্ত্র তুলে তখন তাদের বলা হয় সন্ত্রাসী, যখন তারা শান্তিপূর্ণ সমাবেশ করে তখন তাদের বলা হয় চরমপন্থি এবং তাদেরকে তাজা গুলি দিয়ে হত্যা করা হয়। প্রসঙ্গত, জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনকে ঘিরে উত্তেজনার মধ্যে গাজা-ইসরায়েল সীমান্তে বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে বিপুল ফিলিস্তিনি প্রাণ হারায়। ২০১৪ সালের গাজা যুদ্ধের পর একদিনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ছিল সর্বোচ্চ। ১৪ মে জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে ফিলিস্তিনিরা। তারা এ পদক্ষেপকে পুরো নগরীর ওপর ইসরায়েলি শাসনের পক্ষে যুক্তরাষ্ট্রের স্পষ্ট সমর্থন হিসেবেই দেখছে। যে জেরুজালেমের পূর্বাঞ্চলকে ফিলিস্তিনিরা নিজেদের বলে দাবি করে আসছে। মার্কিন প্রতিনিধি এবং ইসরায়েলি নেতাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দূতাবাস উদ্বোধন করা হয়। উদ্বোধনী  ঘোষণায় ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রেইডম্যান বলেন, ‘আমরা ইসরায়েলের জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস খুলছি।’ ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রেখেছেন ভিডিও লিংকের মাধ্যমে। তিনি বলেন, ‘ইসরায়েল একটি সার্বভৌম জাতি। তাদের নিজেদের রাজধানী নির্ধারণের অধিকার আছে। কিন্তু বহুদিন ধরে আমরা এই সুস্পষ্ট বিষয়টিকে স্বীকৃতি দিতে পারিনি।’একটি দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্যও ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দূতাবাসের উদ্বোধনী বক্তব্যে ট্রাম্পকে তার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং দিনটিকে ইসরায়েলের জন্য ‘গৌরবোজ্জ্বল দিন’ বলে বর্ণনা করেছেন। আলজাজিরা।

সর্বশেষ খবর