শিরোনাম
মঙ্গলবার, ২২ মে, ২০১৮ ০০:০০ টা

এফবিআইয়ের বিরুদ্ধে তদন্ত

এফবিআইয়ের বিরুদ্ধে তদন্ত

প্রভাবশালী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ঘাঁটাতে কেউ সাহস করে না। কিন্তু মার্কিন তদন্ত সংস্থা এফবিআই রাশিয়া কেলেঙ্কারি তাকে ঘাঁটাচ্ছে। যা তাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। ফলে শেষ পর্যন্ত সেই তদন্ত সংস্থা বা এফবিআইয়ের ওপরই চটলেন ট্রাম্প। তিনি সংস্থাটির বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দিয়েছেন। আর তিনি এমন সময় এই নির্দেশ দিয়েছেন যখন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার মদত নিয়েছিলেন কিনা তা নিয়ে তদন্তের এক বছর পূর্ণ হয়েছে। উল্টো এফবিআইয়ের সিআইএর প্রাক্তন প্রধান রবার্ট মুলারের এই তদন্তকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ‘উইচ হান্ট’ বলে আসছেন। ট্রাম্প এখন বলছেন, নির্বাচনী প্রচারের সময়ে তাঁর টিমে চর পাঠিয়েছিল অথবা তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে গুপ্তচরবৃত্তি করেছিল এফবিআই। এমন অভিযোগ খতিয়ে দেখতে তিনি বিচার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। রবিবার এক টুইট বার্তায় তিনি লেখেন, এই অভিযোগ ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও বড় ঘটনা হিসেবে গণ্য হতে পারে। মার্কিন সংবাদমাধ্যমে একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ট্রাম্প এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন। ট্রাম্পের অভিযোগের ভিত্তিতে মার্কিন বিচার মন্ত্রণালয় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে যে প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নিরাপত্তার ভিত্তিতে ‘ফিসা’ নামের সমন জারি করা হয়, তা-ও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর